পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ
নিশিগঞ্জ:পথে বেড়িয়ে ফাঁকা রাস্তায় গাড়ির গতি তোলার আগে সাবধান। কে জানে, কোথায় ওত পেতে রয়েছে লেজার স্পিড গান ! কোচবিহার - মাথাভাঙ্গা রাজ্য সড়কে বেপরোয়া গতিতে গাড়ি ছোটালেই বিপদে পড়তে পারেন চালক ! পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এখন হাতিয়ার নতুন যন্ত্র লেজার স্পিড গান। পুলিশের নজর এড়িয়ে মোটরবাইক ও যানবাহন নিয়ে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার দিন শেষ।শুক্রবার ফের কোচবিহার - মাথাভাঙ্গা ১৬ রাজ্য সড়কের নিশিগঞ্জ সিটকিবাড়ি এলাকায় ফের লেজার স্পিড গান ব্যবহার করল ট্রাফিক পুলিশ।
সরকারি নিয়মানুযায়ী যেখানে যান বাহনের সর্বোচ্চ গতি থাকার কথা ঘণ্টায় ২০ কিলোমিটার । সেখানে কোনও কোনও গাড়ি প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছুটছিল। ট্রাফিক পুলিশের বসানো ’লেজার স্পিড গান’ যন্ত্রে ধরা পড়ে সেই ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টি ।এক স্কুল শিক্ষক বলেন,'রাস্তার পাশের বোর্ডে লাগানো ছিল ২০ কিমি স্পিডে গাড়ি চালাতে হবে।যদিও নজর এড়িয়ে যায় বোর্ড।বাড়িতে এসে মোবাইল ফোনে দেখি বেশি গতিতে বাইক চালানোর জন্য জরিমানার মেসেজ এসেছে।'
কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কের মাঝে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে ১১ জানুয়ারি ট্রাফিক আউট পোস্টের অফিসের উদ্বোধন হয়।সেদিন নিশিগঞ্জে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান,'কোচবিহার - মাথাভাঙ্গা রাজ্য সড়কে দুর্ঘটনা কমাতে নয়া ট্রাফিক আউটপোস্টটি ভূমিকা নেবে।পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ায় কোচবিহার জেলায় গত বছর ১৮ শতাংশ পথ দুর্ঘটনা কমেছে এবং ১১ শতাংশ পথ দুর্ঘটনায় মৃত্যু হার কমেছে।'যদিও পুলিস সুপারের দাবির পরও গতির বলি ঠেকানো যায়নি নিশিগঞ্জে।বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে নিশিগঞ্জে রাজ্য সড়কে।ঘটেছে প্রানহানির ঘটনাও। অভিযোগ উঠে ট্রাফিক আইন না মেনে দুরন্ত গতিতে এই রাজ্য সড়কে বেপরোয়া যান চলাচলের ।বারবার দুর্ঘটনা ঘটায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ।
পুলিশসূত্রে জানা যায়, এ ধরনের নজরদারি চলতে থাকবে। রাজ্য সড়কে দুর্ঘটনা এড়াতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।যে সমস্ত বাইক ও গাড়ি নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।