নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন


নিশিগঞ্জ : নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতে বুধবার সন্ধ্যায় এক গণকনভেনশনের আয়োজন করল স্থানীয় নাগরিক সমাজ। নিশিগঞ্জ হাই স্কুলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম মন্ত্রী অনন্ত রায়,কলেজের টিচার ইন চার্জ প্রলয় নাগ,প্রাক্তন প্রধান শিক্ষক,খগেন চন্দ্র বর্মন, শ্যামল মালাকার,আইনজীবী দিলীপ বর্মন,প্রকাশ বর্মন প্রমূখ।

বক্তারা কলেজের বর্তমান সংকটময় পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীরা বেতন না পেয়ে বহুদিন ধরে কর্মবিরতিতে রয়েছেন। এতে কলেজ কার্যত অচল হয়ে পড়েছে। নতুন শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ।অনন্ত রায় বলেন,'দলমত নির্বিশেষে গণ আন্দোলন করে কলেজকে সরকার পোষিত করার দাবি আদায় করতে হবে।'

কনভেনশনে জোরালোভাবে দাবি ওঠে, অবিলম্বে কলেজটিকে সরকার পোষিত ঘোষণা করতে হবে এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতনের দায়ভার নিতে হবে।পাশাপাশি অভিন্ন ভর্তির পোর্টালে নিশিগঞ্জ কলেজের নাম নথিভুক্ত করতে হবে।বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই সমস্যা বছরের পর বছর ধরে চলেছে।

 গণকনভেনশন থেকে কমিটি গঠন করে একটি দাবিপত্র গ্রহণ করা হয়, যা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে আয়োজকরা জানান। তারা স্পষ্ট করেন, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে নাগরিক সমাজ।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে