গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে
ইউবি নিউজ:মহানবমীর রাতে নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি গ্রামের একটি পুজো মন্ডপ থেকে গণেশের পৈতা চুরির চেষ্টার অভিযোগ উঠে পাশের গ্রামের এক তরুণে বিরুদ্ধে।টের পেয়ে পুজোর কর্মকর্তারা নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে ওই তরুণকে তুলে দেন।গণেশের পৈতা রাখলে ব্যবসার উন্নতি ঘটে এমন বিশ্বাস থেকেই পৈতা চুরির চেষ্টা বলে স্থানীয়দের অভিমত।যদিও এক পুরোহিত বলেন,চুরি করে পৈতে সংগ্রহ ঠিক নয়।