নিশিগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ১
নিশিগঞ্জ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের।মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নিশিগঞ্জ বাজারে।হাটের দিন ব্যস্ত রাজ্য সড়কে একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হন বাইক চালক ওই যুবক।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।স্থানীয়রা জানান,হঠাৎ শব্দ শুনে দেখি একটি ট্রাকের পিছনের দিকে ধাক্কা খেয়ে এক বাইক চালক পড়ে যান।ট্রাক চালক সেই অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে না করায় পিছনের চাকায় থেতলে যায় বাইক চালক ওই যুবকের মাথা।খবর পেয়ে ছুটে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা।দেহটি ময়না তদন্তে মাথাভাঙা মর্গে মাঠানো হয়।দমকল কর্মীরা জল দিয়ে রাস্তা পরিস্কার করলে যানচলাচল স্বাভাবিক হয়।ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।মৃত বাইক চালক গোপাল দাসের বাড়ি নিশিগঞ্জ রুনিবাড়ি গ্রামে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।