বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু নিশিগঞ্জে,চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা:বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চকিয়ারছড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম অজিত বিশ্বাস (৫০)।জানা যায় প্রতিবেশীর বাড়িতে কাঠ মিস্ত্রির কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়।তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য ফাঁড়িতে এনে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ জানিয়েছে দেহ সোমবার মাথাভাঙা পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠানো হবে।