ভোট মিটলেই কোচবিহারে ব্রাহ্ম মন্দিরের সংস্কার শুরু হবে
ইউবি ডেস্ক: নির্বাচন বিধি উঠে গেলেই কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির পার্ক ও গায়ত্রী দেবী উদ্যান সংস্কার ও সৌন্দর্যায়ন করার কাজ শুরু করবে কোচবিহার পুরসভা। ওই কাজের জন্য লোকসভা ভোটের আগে ৮০ লক্ষ টাকা অনুমোদন করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। ভোটপর্ব মিটে গেলেই টেন্ডার ডেকে পার্ক দু’টি সংস্কারের কাজে হাত দেবে পুরসভা।