হাজিরদোকান এলাকায় দুর্ঘটনা,জখম ১
উবিএনঃদ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটে রবিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ মাথাভাঙা ১ ব্লকের মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের হাজিরদোকান সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান মাথাভাঙ্গার দিক থেকে শিকারপুর গ্রামী একটি দ্রুতগতির বাইক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। বাইকে ধাক্কায় দেলোয়ার ছিটকে গিয়ে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ