ডেঙ্গি রুখতে বৈঠক মাথাভাঙ্গা ২ ব্লকে

ইউবিএন: ডেঙ্গি,ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাসের মত পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ করতে সভা অনুষ্ঠিত হল  মাথাভাঙা ২ ব্লকের হলঘরে।  শুক্রবার  পতঙ্গ বাহিত রোগ নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো মাথাভাঙা ২ ব্লক অফিসের হল ঘরে। মূলত ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির দলের গ্রামীণ সম্পদ কর্মী ও ভিসিটিদের নিয়ে এদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিগত বছরে বেশ কিছু ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর হদিশ মিলেছিল মাথাভাঙা ২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাই বর্ষার  মুখে ডেঙ্গি ম্যালেরিয়ার মতন মশাবাহিত রোগ প্রতিরোধ করতে পতঙ্গবাহী রোগ প্রতিরোধকারী কর্মীদের নিয়ে আগাম সভা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মাথাভাঙা ২   যুগ্ম বিডিও মহঃ সেলিম জাহাঙ্গীর , ব্লক পতঙ্গবিদ দেবজ্যোতি চ্যাটার্জি , সহ স্বাস্থ্য বিভাগ ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিক গন।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন