মাথাভাঙায় বাস-ট্রাক সংঘর্ষ,জখম ১৫
ইউবিএন:হালকা বৃষ্টি হতেই মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ল যাত্রী বাস ও ট্রাক। ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় আহত হয়েছে ১৫ বাসের যাত্রী। জানা যায় পুস্পাঞ্জলি নামে একটি বাস মাথাভাঙা থেকে যাত্রী কোচবিহার যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে।বিকট শব্দে স্থানীয়রা ঘটনা স্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর থেকেই বাস ও ট্রাকের চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পথ দুর্ঘটনার জেরে রাস্তা দু'ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে।ঘাতক গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।