ব্যাতিক্রমী বিপণি ঘিরে কৌতুহল কোচবিহার শহরে!
ইউবিএন:রবিবার কোচবিহার শহরে শুভ উদবোধন হল নিউ এগ্রিভার্স ফার্মার প্রোডিউসার কোম্পানির কৃষি বিপনী স্টল, এন. এন রোড, ম্যাক্সের পাশে lজৈব মাশুরুম, মিলেটের এবং নার্সারি প্ল্যান্ট সুলভ মূল্যে পাওয়া যাবে l উপস্থিত ছিলেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর শঙ্কর সাহা, সাতমাইল সতীশ ফার্মার প্রোডিউসার সংস্থার সম্পাদক অমল রায় এবং আরো ২০ টি কৃষক উৎপাদক সংস্থার সদস্যরা l নিউ এগ্রিভার্স ফার্মার প্রোডিউসার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বিপ্রজ্যোতি ভৌমিক বলেন আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে মাশরুম নিয়ে এবং মিলেট নিয়ে প্যাকেজিং করে এই স্টলে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা হোম ডেলিভারীর ব্যবস্থা রাখছি I অমল রায় বলেন, এটি একটি দারুন উদ্যোগ শহরে অনেক মানুষ আছেন যারা ফ্রেশ মাশরুম চান এবং মিলেট প্রোডাক্ট চান তারা এখন হাতের নাগালে পেয়ে যাবেন I ডক্টর শঙ্কর সাহা বলেন শহরের মানুষ অনেক স্বাস্থ্য সচেতন এবং ফ্রেশ মাশরুম, মিলেট খেতে চান তারা এখন সহজেই পেয়ে যাবেন এতে অনেক ফার্মার প্রোডিউসার কোম্পানি গুলো উৎসাহ পাবেন I