বালু পাচারের অভিযোগে ট্রলি আটক পুলিশের
নিশিগঞ্জ: নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি বালি পাচারের অভিযোগে একটি ট্রাক্টর ট্রলার আটক করে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।এর আগেও কোদালখেতি কানিবিল এলাকায় শালটিয়া নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগে পুলিশ ধরপাকড় চালায়।অভিযোগ কিছু দিন বন্ধ থাকার পর ফের সক্রিয় বালু পাচার চক্র।