পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতে ধ্বংস একের পর এক জঙ্গি ঘাঁটি মৃত্যু অন্তত ৮০ সন্ত্রাসবাদীর!

 ইউবি নিউজ:পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে অন্তত ৮০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে নিখুঁত লক্ষ্যে এই প্রত্যাঘাত চালায় ভারত। লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার এবং কুখ্যাত জঙ্গিনেতা মাসুদ আজহারের মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জানা গেছে ৯ টি নিশানায় আঘাত করে ভারত। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। যার অন্যতম নিশানা ছিল পাকিস্তানের বহওয়ালপুর শহর। হামলার কথা মেনে নিয়েছে পাকিস্তান। তাদের দাবি ৮ জনের মৃত্যু হয়েছে। ভারত ৬ টি জায়গায় কমপক্ষে ২৪টি মিসাইল ছুড়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। তবে ভারত পাকিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালায়নি বলে জানিয়েছে পাকিস্তান। তবে পালটা প্রত্যাঘাত শুরু করেছে তারাও।

যে বহওয়ালপুরে মূলত হামলা চালানো হয়েছে সেটি লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। জইশ ই মহম্মদের শক্তঘাঁটি বলে চিহ্নিত এই শহর। তাই ভারতীয় বিমানবাহিনী এই শহরকে কেন্দ্র করেই হামলা চালায়। সূত্রের খবর এই শহরের ‘জামিয়া মসজিদ শুভান আল্লাহ্‌’ ক্যাম্পাসে জইশের সদর দপ্তর ছিল। ১৮ একরের এই কম্পাসেই চলত জঙ্গিদের প্রশিক্ষণের কাজ। জইশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজ়হার বহওয়ালপুরের বাসিন্দা, এই ক্যাম্পাসেই থাকেন। এই ক্যাম্পাস গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন