রাখে হরি মারে কে! অভিশপ্ত বিমানে থেকেও প্রাণরক্ষা এক যাত্রীর, কে তিনি ?

ডিজিটাল ডেস্ক:এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়াবহ দুর্ঘটনায় (Air India Plane crash) নিহতদের দেহ খুঁজে পেতে আহমেদাবাদের সরকারি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁদের আত্মীয়রা। এরই মধ্যে হাসপাতালের জেনারেল বেডে শুয়ে থাকা এক ব্যাক্তি দাবি করেছেন যে, তিনি সেই বিমানে ছিলেন এবং বিমান দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। জানা যাচ্ছে, চাঞ্চল্যকর দাবি করা বছর ৪০-এর এই ব্যাক্তির নাম বিশ্বাস কুমার রমেশ(Vishwash Kumar Ramesh)।
সূত্রের খবর, বিশ্বাসের বুকে, চোখে এবং পায়ে চোট রয়েছে। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বাস বলেন, ‘টেকঅফের ৩০ সেকেন্ড পরেই একটি বিকট আওয়াজ হয় এবং এর পরেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়।’ বিশ্বাসের কাছে এখনও তাঁর বোর্ডিং পাশ রয়েছে বলেও জানা যাচ্ছে।
সূত্রের খবর, বিশ্বাস একজন ব্রিটিশ নাগরিক। তিনি তাঁর পরিবারের লোকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন। এদিন তাঁর ভাই আজয় কুমার রমেশের(Ajay Kumar Ramesh) সঙ্গে তিনি যুক্তরাজ্যে (UK) ফিরে যাচ্ছিলেন ওই বিমানে চেপেই। এদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বাস বলেন, ‘আমি যখন সম্বিত ফিরে পাই তখন দেখি আমার চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি উঠে দাঁড়াই এবং দৌড়তে থাকি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল চারিদিকে। কেউ একজন আমাকে ধরে একটি অ্যাম্বুলেন্সে তোলে।’ বিশ্বাস জানিয়েছেন যে, তিনি ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তাঁর স্ত্রী এবং সন্তানও লন্ডনেই বসবাস করেন। এদিন বিমানে তিনি এবং তাঁর ভাই আলাদা সিটে বসেছিলেন। তিনি বলেন, ‘ও আমার সঙ্গেই বিমানে ছিল। কিন্তু এখন আমি আর ওকে খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাকে সাহায্য করুন।’

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন