মাথাভাঙায় 'ভাদুরি ভাত পরব' ঘিরে চর্চা শুরু

 নিজস্ব প্রতিনিধি,মাথাভাঙা: বছর ঘুরলেই বিধানসভা ভোট। এবার রাজবংশী কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে একটু ভিন্ন রাজনৈতিক স্টাইল। রবিবার বিকেলে শিলডাঙ্গা এম এস কে স্কুলের মাঠ সাজানো হয়েছিল বিশেষ আয়োজন—‘ভাদুরি ভাত মহাপরব’।

ভাদ্র মাসে যে প্রথা অনুযায়ী ভাগ্নেরা মামার বাড়িতে গিয়ে ঐতিহ্যবাহী ভাদুরি ভাত খায়, সেই পরব এবার মঞ্চে উঠলো রাজনীতির ছন্দে। পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন ও ব্লক সভাপতি খোকন দে ‘মামা’র সাজে ভাগ্নেদের খাওয়ালেন খুশি মুখে।

উদ্বোধন করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চানন গবেষক গিরীন্দ্র নাথ বর্মন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মাধব চন্দ্র অধিকারী ও প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মণ।

প্রায় দুই হাজার অতিথির জন্য পরিবেশন করা হয় রাজবংশী ঘরনার খাবার— ভাত, শিদল, ছ্যাকা, মাষের ডাল, মাছ ভাজা, খাসির মাংস ও মিষ্টি। বৈরাতি নৃত্যের তালে শুরু থেকে শেষ পর্যন্ত জমে ওঠে উৎসব।

জোরালো বার্তা দিয়ে তৃণমূল কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন বলেন,
“ভাগ্নেরা ঐক্যবদ্ধ হলে মাথাভাঙায় আর তৃণমূলের জয় কেউ ঠেকাতে পারবে না।”

লোকসভা ভোটে পিছিয়ে থাকা মাথাভাঙা বিধানসভা আসনকে এবার ঠিক পাখির চোখে রেখেই এই সাংস্কৃতিক-রাজনৈতিক মহাযজ্ঞ।অনেকেই বলছেন,শুধু ভাদুরি ভাত খাওয়া নয়, ভোটের কৌশলে এবার জায়গা করে নিল রাজবংশী ট্র্যাডিশনাল জিভে জল আনার খাবার।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন