চান্দামারি -চিলকিরহাট সড়কে পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু
কোচবিহার, ১৬ সেপ্টেম্বর – সোমবার গভীর রাতে ঘটে গেল হৃদয়বিদারক এক পথ দুর্ঘটনা। চিলকিরহাট ও চান্দামারির মাঝামাঝি কোচবিহারের নির্জন পথেই দেওয়ানহাট থেকে ভোগমারা বুড়ারধাম বাজার যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে প্রাণ হারালেন চার জন যুবক – ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫) ও পার্থ দাস (২৪)। একমাত্র জীবিত বেঁচে গেলেন তাদের আত্মীয় মৌমিতা দাস, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকেই কাকাতুতো ভাই এবং আহত মহিলা তাদের দিদি। দুর্ঘটনার সময় তারা নিমন্ত্রণে যাচ্ছিলেন। চালক ধনঞ্জয় বর্মন ছিলেন দেওয়ানহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য নিশ্চিত করেছেন যে, চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তত্ত্বাবধায়ক তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিজেপি নেতা অরবিন্দ বিশ্বাস বলেন, “আমরা চাই দুর্ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হোক। যাতে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।” অপরদিকে তৃণমূলের সাবলু বর্মন উল্লেখ করেছেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, এবং প্রশাসন যথাযথ তদন্ত করছে।”
পরিবার-পরিজন ও স্থানীয় সমাজ এই শোককে মেনে নিতে পারছে না। সকলের আকাঙ্ক্ষা নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করা।