ভারতে প্রথমবার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি স্থাপন কোচবিহারের পারডুবিতে
নিজস্ব প্রতিনিধি : ভারতের রাজনৈতিক ইতিহাসে এবার একটি বিশেষ অধ্যায় যুক্ত হল। কোচবিহার জেলার পারডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মন্দিরে স্থাপন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। এটি ভারতের প্রথম মন্দির যেখানে সরাসরি প্রধানমন্ত্রী মোদির মূর্তি স্থাপন করা হল। গ্রাম এলাকার একজন বিজেপি সমর্থকের ব্যক্তিগত বাড়ির মন্দিরে এই বিশেষ মূর্তির স্থাপন অনুষ্ঠানটি নিয়ে বুধবার বিকেলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে এই অভিনব কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বিজেপি সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে মূর্তিসহ প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, যিনি শোভাযাত্রার নেতৃত্ব দেন।
বিজেপি জেলা কমিটির সদস্য উত্তম শীল জানান, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে তাঁদের গভীর বিশ্বাস। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণের জন্য অবিরাম কাজ করছেন, তাই তাঁকে সম্মান জানানো তাদের জন্য বিশেষ গৌরবের