মাথাভাঙ্গায় গরুসহ ,গ্রেপ্তার ৩ জন
ইউবি ডেস্ক : মাথাভাঙা থানার পুলিশ বৈধ কাগজপত্র ছাড়া গরু পাচারের অভিযোগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দুটি টোটোতে করে মোট ছয়টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই ছয়টি গরু উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলিকে আপাতত স্থানীয় খোয়ারে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে