পচাগড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা, নির্বাচনী প্রস্তুতিতে জোর

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা: মাথাভাঙা ওয়ান বি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে পচাগড় গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হল কর্মীসভা।বৃহস্পতিবারের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা ব্লক সভানেত্রী কল্যাণী রায়, ব্লক সভাপতি শংকর রায় বিশ্বাস, কুন্তী বর্মন প্রমুখ নেতৃত্ব।

সুচিস্মিতা দেব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুব শীঘ্রই অঞ্চল সভানেত্রীদের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ ব্লক ও জেলা কমিটিও গঠিত হবে। দুর্গাপূজোকে সামনে রেখে মহিলা কর্মীদের জনসংযোগ বাড়ানোর বিশেষ কর্মসূচির কথাও তিনি ঘোষণা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দুর্গাপূজোর সময় প্রতিটি পুজো প্যান্ডেলে দলের মহিলা কর্মীরা উপস্থিত থাকবেন। দশমীর পর বুথে বুথে মহিলাদের সিঁদুর পরানো, নাড়ু-মোয়া বিতরণ ও গ্রামে গ্রামে গিয়ে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচি চলবে।

তিনি আরও জানান, ২০২৬ সালের নির্বাচনে কোচবিহারের নয়টি আসনের প্রত্যেকটিতে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত করতে মহিলা কংগ্রেস সর্বাত্মক প্রচারে ঝাঁপিয়ে পড়বে। মহিলাদের সক্রিয় ভূমিকা এবার নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রমাণিত হবে বলে আশাবাদী তিনি।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন