আজ খুললো উত্তরের জঙ্গল,বৃষ্টিস্নাত দুপুরে দেখা মিলল পর্যটকের
নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার থেকে তিন মাস বন্ধ থাকার পর গোরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে সকাল থেকেই অবিরাম বৃষ্টিতে ভ্রমণপ্রেমীদের আনন্দ কিছুটা ম্লান হয়ে পড়েছে। তবু বর্ষার স্নিগ্ধতা আর পাহাড়ি নদীর স্বচ্ছ জলে ভেজা সবুজ প্রকৃতি উপভোগ করতে অনেক পর্যটক জঙ্গলে পা রেখেছেন। পুজোর আমেজে বনদপ্তর বিশেষ প্রস্তুতি নিয়েছে। আধুনিক কটেজ সাজানো হয়েছে, গাইড ও কুনকি হাতির দল প্রস্তুত রাখা হয়েছে। অনলাইনে হাতি সাফারির জন্য বুকিং ব্যবস্থা চালু আছে, যেখানে এক মাস আগে থেকেই সাফারির স্থান বুক করা যায়। গাড়ি সাফারি অফলাইনে পরিচালিত হবে।
মেদলা ক্যাম্পে মেরামত করা হয়েছে মহিষের গাড়ি, যা দিয়ে পর্যটকরা জঙ্গলে ঘুরে বেড়াতে পারবেন। নতুন করে রঙ করা হয়েছে ওয়াচ টাওয়ার। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে গণ্ডার ও হাতি শাবক। গোরুমারা ও রামসাই অঞ্চলে একাধিক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। কুনকি হাতি রামি সদ্যোজাত পিলখানায় সন্তানটির সঙ্গে সময় কাটাচ্ছেন। পর্যটকরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। রামি বর্তমানে সন্তান প্রতিপালনে ছুটিতে রয়েছেন, বনকর্মীরা যত্ন নিয়ে তার সেবা করছেন।
সব মিলিয়ে, বর্ষার বৃষ্টিতেও প্রকৃতি ও পর্যটনের মিলনে গঠিত হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।