শরতে অপরূপা মানসাইয়ের ছোট্ট গ্রাম সোনাতলি

ইউবি ডেস্ক : সূর্যোদয় থেকে সূর্যাস্ত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের টানে অনেকেই ভিড় জমান সোনাতলির মানসাই নদীর ঘাটে।আর তাই স্থানীয়দের দাবি নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের মানসাই নদী সংলগ্ন সোনাতলির ঘাটটির পরিকাঠামোর উন্নয়ণ ও সৌন্দর্য্যায়ন করা হোক।নিশিগঞ্জ-মাথাভাঙ্গা রাজ্য সড়কের মাঝে মানাবাড়ি থেকে দক্ষিণে একটি রাস্তা মানসাই নদীর ঘাট পর্যন্ত চলে গিয়েছে।গরম কিংবা শীতে এই ঘাটের তীরে অনেকেই আসেন প্রাকৃতিক সৌন্দর্য্যের টানে।পঞ্চানন সেতু থেকে সোনাতলিতে এসে নদী কিছুটা বাঁক নিয়েছে।বাঁকের মুখে দাঁড়ালে অপরূপ সুন্দর সকালে সূর্যোদয় ও বিকালে মানসাই নদীতে সূর্যাস্ত দেখা যায়।আর শরৎকালে কাশফুলে ভরে যায় নদীর চর।আর এই শোভার টানেই অনেকে ছুটে আসেন সোনাতলি গ্রামে।
      সোনাতলি গ্রামে মানসাই নদীর তীরে পুরানো বট গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন গ্রামের গৃহবধু মালতি বর্মন।মালতি বলেন,'এই গরমেও জায়গাটা বেশ ঠান্ডা।এখানে এলে মন ভালো হয়ে যায়।অনেকেই বাইরে থেকে এই জায়গাটার প্রশংসা করে।তবে বসার ব্যবস্থা থাকলে ভালো হত।'গ্রামটির অপর পাশে তেকোনিয়া বনাঞ্চল।সেখানে সারা বছর কিছু পর্যটক আসে।কিন্তু সোনাতলিতে মানসাই নদীর ঘাটের পাশে মন্দির ও বটগাছ জায়গাটিকে অন্যমাত্রা দিয়েছে।বটগাছের নিচে দাঁড়ালে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই সুন্দর দেখাযায়।
         একসময় মানসাইয়ের ভাঙনে নদী অনেকটা গ্রামের দিকে সড়ে এসেছে।পাথরের বাঁধ হওয়ার পর ভাঙনরোধ হয়েছে।ফলে নদীর তীরে বেড়েছে প্রকৃতি প্রেমীকদের আনাগোনা।অমল বর্মন বলেন,'আমাদের গ্রামে এই নদীর তীরে অনেক দূর দূরান্তের মানুষ ঘুরতে আসে।জায়গাটায় যদি একটু পার্কের মত করা যেত তাহলে আরও ভালো হোত।দরকার বসার জায়গা।ঘাটটির পার বাঁধানো দরকার।'শরৎকালে ঘন কাশবনের টানে অনেকেই আসেন ,ছবি তোলেন বলে গ্রামবাসীরা জানান।গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোনাতলিতে সৌর বিদ্যতের আলোর ব্যবস্থা করায় এখন অনেকেই মানসাই নদীতে সূর্যাস্ত দেখতে আসেন।
          নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত প্রধান রজনীকান্ত বড়ুয়া বলেন,'সোনাতলির ঘাট সংস্কার ও বসার ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হবে।ওই এলাকায় অনেকেই ঘুড়তে আসেন।তাই সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হবে।'
     

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন