মাথাভাঙার পুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক বিলি
নিজস্ব সংবাদদাতা,মাথাভাঙা:মাথাভাঙা শহরের বিভিন্ন পুজা মণ্ডপে মন্ডপে ঘুরে দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদানের চেক বিলি করে প্রশাসন ।বুধবার পুলিশের উদ্যোগে ওই চেক বিলি করা হয়। মাথাভাঙা শহরের দক্ষিনপাড়া পুজা কমিটির কর্তাদের চেক তুলে দেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার। মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ-পতি প্রামানিক সহ অন্যান্যরা।