শিকারপুরে গাঁজা সহ মাথাভাঙা থানার পুলিশের হাতে ধৃত ৩ মহিলা ক্যারিয়ার এজেন্ট।

 ইউবি নিউজ: পুজোর মুখে ফের সক্রিয় হয়ে উঠেছে গাজা পাচার চক্র।মাথাভাঙা ১ ব্লকের শিকারপুরে গাঁজা সহ মাথাভাঙা থানার পুলিশের হাতে ধৃত ৩ মহিলা ক্যারিয়ার এজেন্ট। 
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মাথাভাঙা থানার পুলিশ মাথাভাঙা ময়নাগুড়ি  রাজ্য সড়ক ১৬-তে অভিযান চালিয়ে শিকার পুর  পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আটক হয় একটি টোটো। তল্লাশিতে তিন মহিলা যাত্রীর হাতব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা । পরে  ম্যাজিস্ট্রেট এসডিপিওর  উপস্থিতিতে মোট ২০কেজি ৮০০ গাঁজা গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়।জানা তিন মহিলা শীতল খুচি থেকে গাজা নিয়ে পাচারের উদ্দ্যেশ্যে টোটোতে করে শিলিগুড়ির দিকে নিয়ে যাচ্ছিলো। 

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন মহিলা হলেন দিনু কুমারী বর্মন ওরফে রত্না (৩০), রেশমা মাহালি (২৪) ও চঞ্চলা ঘোষ (৫৯)। তিন জনেই শিলিগুড়ি এলাকার বাসিন্দা।অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান এন.ডি.পি.এস. আইনে মামলা রুজু করে তাদের মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন