বিশ্বকর্মা পুজোর দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা:বিশ্বকর্মা পুজোর দিনে নিজের দোকান শুরু করার পরিকল্পনা ছিল সুমিত দাস (২৫)-এর। মাথাভাঙা ২ ব্লকের হিন্দুস্থানমোড় বাজারে বুধবার দুপুরে জলের মোটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মৃত্যু বরন করেন। অচৈতন্য অবস্থায় সুমিতকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, নতুন দোকান চালুর জন্য প্রতিবেশীদের নিমন্ত্রণ করেছিলেন সুমিত। মৃত যুবকের দাদা জানান, পুজোর আনন্দে ছিল নতুন দোকান উদ্বোধনের পরিকল্পনা, তবে এক মুহূর্তে তা শোকস্তব্ধ হয়ে গেল। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন