ডুমনিগুড়িতে দেহ উদ্ধারে,চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি: বুধবার বিকালে প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডুমনিগুড়ি গ্রামে নদী থেকে উদ্ধার হল এক বৃদ্ধর দেহ।স্থানীয়রাই দেহটি নদীর ধারে কলাবাগানের মধ্যে দেহটি ভাসতে দেখেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।এদিকে তিন দিন আগে নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের রুনিবাড়ি গ্রামে এক বৃদ্ধ নিখোঁজ হন।সেই বৃদ্ধের ছেলেরা ঘটনাস্থলে এসেছে।পুলিস মৃতদেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।