“রাজ আমলের রীতি আজও জাগ্রত—বড়দেবীর বিসর্জনে উপচে পড়া ভিড়”
ইউবি নিউজ: কোচবিহারের দুর্গোৎসব মানেই রাজকীয় ঐতিহ্যের ছোঁয়া। সেই ধারাবাহিকতায় আজ সম্পন্ন হল রাজ আমলের ঐতিহ্যবাহী বড়দেবীর বিসর্জন। রাজবাড়ি থেকে ঢাক, শঙ্খ আর ঘন্টার ধ্বনিতে শুরু হয় শোভাযাত্রা। শতবর্ষ প্রাচীন এই রীতি অনুযায়ী, রাজপরিবারের দুর্গা প্রতিমাই বড়দেবী নামে পরিচিত। প্রতিবারই দুর্গাপুজোর শেষে শহর পরিক্রমা করে মহাধুমধামের মধ্য দিয়ে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।
শোভাযাত্রা ঘিরে শহরের পথে উপচে পড়ে মানুষের ভিড়। স্থানীয়দের বিশ্বাস, এই বিসর্জনের মধ্যেই রাজপরিবার ও জনসাধারণ মিলে দুর্গাকে বিদায় জানানোর এক অনন্য আবেগ লুকিয়ে আছে।
আজও রাজ পরিবারের উত্তরসূরিরা প্রাচীন ঐতিহ্য অটুট রেখেছেন। তাই বড়দেবীর বিসর্জন শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং কোচবিহারের ইতিহাস, সংস্কৃতি আর গর্বের প্রতীক।”