পরের বছর দুর্গোৎসব কবে থেকে ? জেনে নিন

ইউবি ডেস্ক: মন খারাপের দশমী। কৈলাসে পতিগৃহে পাড়ি দিয়েছেন উমা। এর মধ্য দিয়েই শেষ হল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে ২ অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যায় শারদোৎসব। নির্বিঘ্নেই কেটেছে এবারের দুর্গোৎসব। তবে উৎসবপ্রিয় বাঙালি এখনই তাকিয়ে রয়েছে আগামী বছরের ক্যালেন্ডারের দিকে।

২০২৬ সালের মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। ওই দিন দেবীপক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান হবে। এর ঠিক এক সপ্তাহ পর, ১৭ অক্টোবর শনিবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপুজোর মূল অনুষ্ঠান। পরদিন ১৮ অক্টোবর রবিবার সপ্তমী, ১৯ অক্টোবর সোমবার অষ্টমী—যা দুর্গাপুজোর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। সেদিন সকালবেলা অঞ্জলি দিতে ভিড় করবেন ভক্তরা, আর সন্ধ্যায় হবে বিশেষ সন্ধিপুজো২০ অক্টোবর মঙ্গলবার নবমী পালিত হবে। শেষে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব।

এছাড়া চলতি বছরে কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ৬ অক্টোবর, আর ২০২৬ সালে ওই পূজা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন