রজতজয়ন্তী বর্ষে কোচবিহার থেকেই সূচনা ‘পঞ্চবিংশতি নাট্যমেলা’র ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর | স্থান: কোচবিহার রবীন্দ্র ভবন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী-র আয়োজনে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে রজতজয়ন্তী বর্ষের ‘পঞ্চবিংশতি নাট্যমেলা ২০২৫’।
এ বছর এই রাজ্যব্যাপী নাট্য উৎসবের সূচনা হবে উত্তরবঙ্গের কোচবিহার থেকেই। কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে নাট্যমেলার প্রথম পর্ব।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় দুটি করে স্বল্প দৈর্ঘ্যের নাটক মঞ্চস্থ হবে। জেলার ছয়টি নাট্যদল এবং প্রতিবেশী আলিপুরদুয়ার জেলার দুটি নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের অভিনয়, আলোছায়া ও সংগীতের মেলবন্ধনে প্রতিদিন জমে উঠবে সংস্কৃতিমুখর পরিবেশ।
রাজ্যের নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে এ বছর কলকাতা ছাড়াও পাঁচটি বিভাগের দশটি অঞ্চলে অনুষ্ঠিত হবে এই নাট্যমেলা— কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বহরমপুর, চন্দননগর, আসানসোল, পানিহাটি, জয়নগর ও কলকাতা।
আগামী এক মাস ধরে চলবে এই সাংস্কৃতিক মহোৎসব। নাট্যবিশ্বের শিল্পীরা বলছেন, “কোচবিহার থেকে রজতজয়ন্তী নাট্যমেলার সূচনা— এটি জেলার জন্য এক গর্বের মুহূর্ত।”