চান্দামারিতে জগদ্ধাত্রী পুজো ও মেলা, উৎসবের রঙে সাজছে গোটা এলাকা


নিজস্ব সংবাদদাতা, নিশিগঞ্জ | ২৬ অক্টোবর:
জগদ্ধাত্রী পুজো ও মেলাকে ঘিরে সাজসজ্জায় মুখর কোচবিহার ১ ব্লকের চান্দামারি এলাকা। সোমবার সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে আট দিনব্যাপী এই উৎসব। আয়োজনের কেন্দ্র নতুন হাট প্রাঙ্গণ।

পুজো কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় মোদক জানান, “মণ্ডপের সামনের মাঠেই বসবে বিশাল মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন দর্শনার্থীরা।” অপর যুগ্ম সম্পাদক রঞ্জন পাল বলেন, “নাগরদোলা, রাইড, প্রদর্শনীসহ থাকছে নানা আকর্ষণ। সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই থাকবে অনুষ্ঠান।”

এ বছর ২৩তম বর্ষে পদার্পণ করছে চান্দামারির জগদ্ধাত্রী পুজো ও মেলা। কমিটির সদস্য সুকুমার মণ্ডল জানান, “প্যান্ডেল তৈরি হচ্ছে কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরের আদলে।”

সোমবার সন্ধ্যায় উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত থাকবেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ-সহ বিশিষ্ট অতিথিরা।


Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন