পুজোর ছুটিতে ঘুরে আসুন দার্জিলিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের কুয়াশাঘেরা গ্রাম চটকপুরে
ইউবি নিউজ: শারদোৎসবের ছুটি মানেই পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে পাহাড়ে ছোট্ট একটা সফর। আর দার্জিলিং ভ্রমণের সঙ্গে যদি যোগ হয় কুয়াশা ঢাকা কোনো শান্ত-সৌম্য পাহাড়ি গ্রাম, তাহলে তো কথাই নেই! এবারের পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন দার্জিলিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম চটকপুরে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৮০০ ফুট উঁচুতে অবস্থিত চটকপুর, দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারির অন্তর্গত এক ছবির মতো গ্রাম। স্থানীয়দের বিশ্বাস, এখানকার পাহাড়ের বুকে ঘুমিয়ে আছেন ভগবান বুদ্ধ। সবুজ বনভূমি, নীরবতার সৌন্দর্য আর মাঝে মাঝে হিমালয়ের হরিণ কিংবা চিতাবাঘের দেখা—সব মিলিয়ে এখানে কাটানো সময় হবে রোমাঞ্চকর ও স্মরণীয়।
থাকার ব্যবস্থাও বেশ সুলভ। ইকো কটেজে দু’জনের রুম ৩৫০০ টাকার মতো, আবার গ্রামীণ হোমস্টেতে মাথাপিছু খরচ প্রায় ১৫০০ টাকা। সোনাদা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বের এই গ্রামে বর্ষা বাদ দিয়ে বছরের যে কোনো সময় যাওয়া যায়। তবে সঙ্গে রাখতে হবে সোয়েটার, জ্যাকেট আর ট্রেকিং বুট।
চটকপুরের অন্যতম আকর্ষণ হলো ওয়াচটাওয়ার থেকে দেখা সূর্যোদয় ও সান্দাকফুর দৃশ্য। এখান থেকেই শুরু হয় একাধিক ট্রেকিং রুট, যার মধ্যে একটি পৌঁছে যায় টাইগার হিলে। প্রকৃতির অক্সিজেন ভরে নিতে এবং ব্যস্ততার জীবন থেকে কিছুটা বিরতি পেতে এবারের পুজোর ছুটির গন্তব্য হতে পারে কুয়াশা ঘেরা এই পাহাড়ি গ্রাম।