কোচবিহারে বন্যা পরিস্থিতি গুরুতর, ২৪টি ত্রাণ শিবিরে আশ্রয় ৪৬০৭ জনের
নিজস্ব সংবাদদাতা:অবিরাম বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে কোচবিহার জেলার একাধিক ব্লক ও শহর এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত। জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কোচবিহার–I ও II, হলদিবাড়ি, তুফানগঞ্জ–I ও II, মেখলিগঞ্জ, মাথাভাঙা–I ও II, শীতলকুচি ব্লক এবং কোচবিহার পুরসভা এলাকায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গত মানুষদের জন্য জেলায় ২৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সরবরাহের জন্য ২৩টি রান্নাঘর (গ্রুয়েল কিচেন) চালু রয়েছে। বর্তমানে এই আশ্রয় কেন্দ্রগুলিতে মোট ৪৬০৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিটি ব্লকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় প্রশাসনের কর্মীরা। জলবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রয়েছে এবং পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে।