ভুটানের টালা বাঁধে বিপদের সঙ্কেত: উত্তরবঙ্গে নতুন আশঙ্কা, কতটা প্রস্তুত প্রশাসন?
ইউবি ডেস্ক:প্রবল বর্ষণে ইতিমধ্যেই বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার মধ্যেই ভুটানের ওয়াং নদীর টালা বাঁধ ঘিরে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। সূত্রের খবর, বাঁধের একটি প্রধান গেট আটকে গেছে, যার ফলে জল বেরোতে পারছে না। লাগাতার বৃষ্টিতে বাঁধের উপর দিয়ে জল বইছে—ফলে প্রশ্ন উঠছে, বাঁধ কি টিকবে এত চাপের মুখে?
ভুটান প্রশাসনের শীর্ষ মহল জানাচ্ছে, গেট খোলার একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। জলস্তর দ্রুত বাড়ছে, আর তাতেই বাঁধের গঠন দুর্বল হয়ে পড়ছে বলে আশঙ্কা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যদি টালা বাঁধ ভেঙে যায়, তাহলে একসঙ্গে বিপুল পরিমাণ জল নেমে আসবে বাংলার দিকে। সবচেয়ে বেশি বিপদের মুখে পড়তে পারে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকা।
ভুটান সরকার ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসনকে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে — এই বিপর্যয় ঠেকাতে কতটা প্রস্তুত উত্তরবঙ্গ? স্থানীয় সূত্রে জানা গেছে, ভুটানের একাধিক নদীর জল ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে বাংলার অভ্যন্তরে। ভুটানঘাট, জয়ন্তী, নাগরাকাটা ও বানারহাট এলাকায় নদীর জল বাড়ছে উদ্বেগজনক হারে।
অন্যদিকে, সীমান্ত তীরবর্তী গ্রামগুলোয় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বটে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে—বৃষ্টি আরও বাড়বে। এই অবস্থায় টালা বাঁধের গেট ভেঙে গেলে বিপর্যয়ের মাত্রা কী হতে পারে, তা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদেরও।
প্রশ্ন একটাই — সতর্কবার্তা কি সময়মতো কার্যকর হবে, নাকি উত্তরবঙ্গকে আবারও ভয়াবহ জলবিপর্যয়ের মুখে পড়তে হবে?