নিশিগঞ্জের ভোগমারা গ্রামে ভান্ডানি পুজোর আয়োজন

 ইউবি নিউজ: পুজোর পর নিশিগঞ্জের প্রত্যন্ত গ্রামে এযেন অন্য কার্নিভালের আমেজ !সুদীর্ঘ কাল ধরে পুজোর পরও পুজোর নতুন করে আয়োজনের আমেজ অব্যাহত থাকে উত্তরের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে মা ভান্ডানি পুজোকে কেন্দ্র করে । আর এবছর সপ্তম বর্ষে নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভোগমারা গ্রামে অনুষ্ঠিত হল দুটি ভান্ডানি পুজো ।বনজঙ্গলে ঘেরা হিমালয়ের পাদদেশে মা ভান্ডানি আসলে বনদুর্গা । জঙ্গলে বাঘের হাত থেকে বাঁচতেই এই পুজোর আয়োজন বলে অনেকে মনে করেন ।মা দুর্গা এখানে সিংহ বাহিনি নয় । বাঘের পিঠে সওয়ার হয়ে বনদুর্গা পুজিত হন।    পূর্ব ভোগমারা গ্রামে ভান্ডানি পুজো কমিটির পক্ষে কমল বর্মন বলেন, রাজবংশী কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । একাদশী থেকে শুরু হয়েছে পুজো ।স্থানীয় মানুষের উৎসাহ ছিল পুজোর আয়োজন ঘিরে।
  মাদুর্গা কৈলাসে ফিরে যাওয়ার পথে ফের পুজো পান রাজবংশী গ্রামে এমনই লোককথা । সমতলে পুজো নিয়ে কৈলাসের পথে ডুয়ার্সের ঘন জঙ্গলে একদল বালককে বাঘের ভয় দেখান মা দুর্গা । বালকরা ভয় পেয়ে পুজোর আয়োজন করে । কেউ বলেন কৈলাসে ফিরেও মায়ের মন ব্যাথিত তাই ফের ফিরে আসেন হিমালয়ের পাদদেশে লোকদেবী হিসাবে আজও তাই ভক্তি ভরে পুজিত হন মা ভান্ডানি । এই প্রতিমায় অসুর থাকেনা । মায়ের দশ হাতের পরিবর্তে এখানে চার হাত থাকে । কার্তিক , গনেশ , লক্ষী, সরস্বতী একই ভাবে দেখা যায় ।
  ভোগমারা গ্রামের বীর চিলা রায় স্মৃতি সংঘ পুজো কমিটির সম্পাদক ভবেন ডাকুয়া বলেন, '৭০ বছর আগেও এই অঞ্চল বন জঙ্গলে পরিপূর্ণ ছিল । কোচবিহারের বিভিন্ন গ্রামে ছিল বাঘের উপস্থিতি । অরণ্যের জীব জন্তুদের , বিশেষ করে বাঘের হাত থেকে বাঁচতে এই পুজোর আয়োজন শুরু হয় জেলার বিভিন্ন এলাকায় । বাতাসা , দুধ , কলা প্রসাদে দেওয়া হয় । এমনকি পায়রাও উড়িয়ে দেওয়া হয় মায়ের নামে ।'
    স্থানীয়রা জানান , গ্রামের শস্য ভান্ডার মজুত রাখতেই মা ভান্ডানি পুজিত হয় । তবে ভান্ডানি পুজোর আয়োজন অর্থের অভাবে জাকজমক করে করা সম্ভব হয়না।" গ্রামের গৃহবঁধু অনিতা বর্মন বলেন,'দুর্গাপুজোর পর তিনদিন আমরা ভান্ডানি দেবীর আরাধনা করি।নিশিগঞ্জ পূর্ব ভোগমারা গ্রামের পুজো আয়োজকরা জানান, রাজবংশী কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে ভান্ডানি পুজো যেন পুজো শেষে নতুন করে মাতৃ বন্দনার ঐতিহ্যকে বহন করে চলছে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন