রাজ্যের হাই স্কুল গুলোতে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগে যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
রাজ্যের হাইস্কুল গুলোতে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গতকাল।
🌷আবেদন করতে পারবেন 03 /11 /2025 থেকে 03/12/2025 পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে।
লিঙ্ক active হলে জানিয়ে দেবো।
🌷গ্রুপ C র ক্ষেত্রে শূন্যপদ 2989 টি ও গ্রুপ D র ক্ষেত্রে শূন্যপদ 5488 টি
🌷পরীক্ষা হবে জানুয়ারি মাসে।
🌷গ্রুপ C র ক্ষেত্রে মাধ্যমিক পাশ ও গ্রুপ D র ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
🌷আবেদনের ক্ষেত্রে ভুল হলে edit করার সুযোগ দেওয়া হবে না। তাকে আবার একটি নতুন application করতে হবে। সেক্ষেত্রে তার শেষ application টি বৈধ থাকবে।
🌷পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে দেওয়া হবে Admit card, সেটি candidate কে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
🌷পরীক্ষা হবে OMR এ (MCQ) , প্রতি প্রশ্নের মান 1, ভুল উত্তরের ক্ষেত্রে কোনো negative marking নেই ।
দুটো করে OMR দেওয়া হবে। duplicate OMR টি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে আসতে পারবেন।
🌷Group C এর ক্ষেত্রে 60 নাম্বার ও গ্রুপ D এর ক্ষেত্রে 40 নাম্বারের OMR based পরীক্ষা হবে ।
🌷পরীক্ষার পর preliminary merit score এর ভিত্তিতে ইন্টারভিউ এর তালিকা তৈরি হবে। preliminary merit score তৈরি হবে OMR এ প্রাপ্ত marks, academic ও experience marks এর ভিত্তিতে।
🌷যোগ্য চাকরিহারারা এক্ষেত্রে 5 marks experience এর জন্য পাচ্ছেন।
💐 Preliminary merit score এর ভিত্তিতে শূন্যপদের থেকে দ্বিগুণ চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
🌷যারা এই পরীক্ষাটি দিতে চান তারা General Knowledge, Current Affairs, General English ও Arithmetic - এই বিষয় গুলোর উপর প্রস্তুতি নিতে শুরু করুন।
🌷নতুন সিলেবাসটি সামনেই ওয়েবসাইটে দেয়া হবে। আপাতত পুরোনো সিলেবাস টি দিলাম।(কমেন্ট বক্সে)
🌷Group C এর ক্ষেত্রে কম্পিউটার typing দক্ষতা প্রয়োজন। এক্ষেত্রে 15 marks রয়েছে। তাই কম্পিউটার typing দক্ষতা অর্জন করে রাখবেন।