রাজ্যের হাই স্কুল গুলোতে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগে যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
 রাজ্যের হাইস্কুল গুলোতে গ্রুপ C ও গ্রুপ D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গতকাল। 
🌷আবেদন করতে পারবেন 03 /11 /2025 থেকে 03/12/2025 পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে।
লিঙ্ক active হলে জানিয়ে দেবো। 
🌷গ্রুপ C র ক্ষেত্রে শূন্যপদ 2989 টি ও গ্রুপ D র ক্ষেত্রে শূন্যপদ 5488 টি
🌷পরীক্ষা হবে জানুয়ারি মাসে।
🌷গ্রুপ C র ক্ষেত্রে মাধ্যমিক পাশ ও গ্রুপ D র ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
🌷আবেদনের ক্ষেত্রে ভুল হলে edit করার সুযোগ দেওয়া হবে না। তাকে আবার একটি নতুন application করতে হবে। সেক্ষেত্রে তার শেষ application টি বৈধ থাকবে।
🌷পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে দেওয়া হবে Admit card, সেটি candidate কে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
🌷পরীক্ষা হবে OMR এ (MCQ) , প্রতি প্রশ্নের মান 1, ভুল উত্তরের ক্ষেত্রে কোনো negative marking নেই ।
দুটো করে OMR দেওয়া হবে। duplicate OMR টি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে আসতে পারবেন।
🌷Group C এর ক্ষেত্রে 60 নাম্বার ও গ্রুপ D এর ক্ষেত্রে 40 নাম্বারের OMR based পরীক্ষা হবে ।
🌷পরীক্ষার পর preliminary merit score এর ভিত্তিতে ইন্টারভিউ এর তালিকা তৈরি হবে। preliminary merit score তৈরি হবে OMR এ প্রাপ্ত marks, academic ও experience marks এর ভিত্তিতে।
🌷যোগ্য চাকরিহারারা এক্ষেত্রে 5 marks experience এর জন্য পাচ্ছেন।
💐 Preliminary merit score এর ভিত্তিতে শূন্যপদের থেকে দ্বিগুণ চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
🌷যারা এই পরীক্ষাটি দিতে চান তারা General Knowledge, Current Affairs, General English ও Arithmetic - এই বিষয় গুলোর উপর প্রস্তুতি নিতে শুরু করুন।
🌷নতুন সিলেবাসটি সামনেই ওয়েবসাইটে দেয়া হবে। আপাতত পুরোনো সিলেবাস টি দিলাম।(কমেন্ট বক্সে)
🌷Group C এর ক্ষেত্রে কম্পিউটার typing দক্ষতা প্রয়োজন। এক্ষেত্রে 15 marks রয়েছে। তাই কম্পিউটার typing দক্ষতা অর্জন করে রাখবেন।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন